শ্রীলংকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস, তরুণের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৬:১৯ পিএম

শ্রীলংকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস, তরুণের মৃত্যু

শ্রীলংকায় সরকারবিরোধী বিক্ষোভে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাজধানী কলম্বোয় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখলের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। সে সময় ২৬ বছর বয়সী ওই তরুণের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে কলম্বোর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এই দ্বীপরাষ্ট্র। জনমনে ক্ষোভের আগুন জ্বলছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। বুধবার তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।

অপরদিকে বর্তমানে দেশ থেকে পালিয়ে মালদ্বীপে অবস্থান করছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সেখান থেকে গতকাল তার সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হননি বলে জানা গেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের পরিবর্তে তিনি এখন ব্যক্তিগত বিমানে (প্রাইভেট জেট) সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Link copied!