শ্রীলংকায় সহিংসতা পরিহারের আহবান জানালেন জাতিসংঘ মহাসচিব

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৭:২৭ পিএম

শ্রীলংকায় সহিংসতা পরিহারের আহবান জানালেন জাতিসংঘ মহাসচিব

বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে গণবিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাওয়া শ্রীলংকার জনগণকে সহিংসতা পরিহার করার আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসিচিব অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার এক টুইটবার্তায় জাতিসংঘের মহাসচিব বলেন,“শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটি গুরুত্বপূর্ণ যে সংঘর্ষের মূল কারণ এবং আন্দোলনকারীদের অভিযোগ সমাধান করা। সঙ্কট উত্তরণে দেশটির সব দলের নেতাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমঝোতার মনোভাব গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

এদিকে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে প্রথমে মালদ্বীপে আশ্রয় নেয়ার পর বৃহস্পতিবার সৌদি আরবের একটি বিমানে চড়ে সিঙ্গাপুরে গেছেন বলে বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে। সেখান  থেকে সৌদি আরবের জেদ্দায় চলে যাওয়ার  পরিকল্পনা রয়েছে গোতাবায়ার-এমনটি জানিয়েছে এপি। 

অপরদিকে, সরকারের জরুরি অবস্থা না মেনে বুধবার বিক্ষোভ করায় পুলিশের গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে অর্ধশত। রাজধানী কলম্বো, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দিনভর সংঘর্ষের পর এ হতাহতের খবর পাওয়া গেছে।

Link copied!