শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারী দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২২, ০২:১৫ পিএম

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারী দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিতে অবস্থান করা বিক্ষোভকারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১ নারীসহ ১০ জন আহত হয়েছে।  পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইনের খবরের বলা হয়েছে, সোমবার রাত পৌনে তিনটার দিকে সংঘর্ষ শুরু হয়, যা সকাল পর্যন্ত চলে।

শ্রীলঙ্কায় বিক্ষোভ জোরালো হলে গত শনিবার পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সোমবার প্রেসিডেন্ট পদত্যাগপত্রে স্বাক্ষর করেন, যা আগামীকাল বুধবার স্পিকারের ঘোষণার মধ্য দিয়ে কার্যকর হবে।

প্রেসিডেন্টের পথে হাঁটছেন শ্রীলংকার প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, সব দলের অংশগ্রহণে সরকার গঠনে তিনি পদত্যাগ করবেন। তবে এরপরও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে অবস্থান করছেন। এই দুই নেতা আনুষ্ঠানিকভাবে সরে না দাঁড়ানো পর্যন্ত দুই বাসভবন ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।  

 

Link copied!