সিরিয়ায় নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৭৩

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৫:৩৭ পিএম

সিরিয়ায় নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৭৩

লেবানন থেকে আসা অভিবাসী ও শরণার্থী বহনকারী একটি নৌকা সিরিয়ার উপকূলে ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় ২০ জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার্তুসের গভর্নর আব্দুল হালিম খলিল হাসপাতালে বেঁচে যাওয়া যাত্রীদের পরিদর্শন করতে হাসপাতাল গিয়েছেন।

লেবাননের উত্তর মিনিহ অঞ্চল থেকে ১২০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে মঙ্গলবার নৌকাটি যাত্রা শুরু করে। যাত্রাপথে সিরিয়ার উপকূলে পৌঁছানোর পর নৌকাটি ডুবে যায় বলে জীবিত যাত্রীদের বরাত দিয়ে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।

ডুবে যাওয়া নৌকাটিতে কতজন যাত্রী ছিল এবং তাদের গন্তব্যসস্থল কোথায় যাচ্ছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কোস্টগার্ডের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংকট-বিধ্বস্ত লেবানন থেকে লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনি নাগরিদের মধ্যে সমুদ্রপথ দিয়ে ইউরোপে পালিয়ে যাওয়ার ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। অবৈধ যাত্রাপথে ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে এই নৌকাডুবি অন্যতম মর্মান্তিক ঘটনা।

লেবাননে অর্থনৈতিক সংকটের ফলে অসংখ্য লোক তাদের চাকরি হারিয়েছে। পাশাপাশি লেবানিজ পাউন্ডের মূল্য ৯০%-এরও বেশি কমে যাওয়ায় হাজারো লেবানিজ পরিবার তাদের ক্রয় ক্ষমতা হারিয়ে চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে।

Link copied!