মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডের আপিল বুধবার দেশটির সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।
জানা গেছে, আপিল করার সাথে সাথেই সিদ্ধান্তটি এসেছে এবং আদালত মামলায় উভয় পক্ষের কোনও যুক্তিই গ্রহণ করেনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত সপ্তাহে নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে দায়ের করা ১১ দুর্নীতি মামলার প্রথম রায়ে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সু চিকে ইতোমধ্যেই সামরিক বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ, কোভিড-১৯ নিয়ম ভঙ্গ এবং একটি টেলিযোগাযোগ আইন ভঙ্গ করার অপরাধে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এছাড়া তাকে আরও অনেক অভিযোগের মুখোমুখি করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার ১৫০ বছরেরও বেশি জেল হতে পারে।
গত বছর সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি গৃহবন্দী আছেন।