সেপ্টেম্বরে রাশিয়ার কবল থেকে ৬ হাজার কিলোমিটার পুনরুদ্ধার করেছি: জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২২, ১১:৪৪ এএম

সেপ্টেম্বরে রাশিয়ার কবল থেকে ৬ হাজার কিলোমিটার পুনরুদ্ধার করেছি: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী এ বছরের সেপ্টেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার কবল থেকে ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।

গতকাল সোমবার নিয়মিত ভাষণে জেলেনস্কি এ মন্তব্য করেন। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি বলেছেন, সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সেনারা পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছেন। আমরা আরো অগ্রসর হচ্ছি।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলেও পাল্টা আক্রমণে ব্যাপক সাফল্য দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খারসন অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে দেশটি। সেখানে ইউক্রেনীয় বাহিনী গতকাল বলেছে, তারা ৫০০ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।

Link copied!