সৈন্য হত্যা নিয়ে অপপ্রচার চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৩, ০৮:৫৪ এএম

সৈন্য হত্যা নিয়ে অপপ্রচার চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন

কোনো প্রমাণ না দেখিয়েই রাশিয়া দাবি করেছে, পশ্চিমের শহর ক্রামাতোরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের ৬০০ সেনা হত্যা করা হয়েছে। এই সেনা হত্যার দাবিকে প্রত্যাখ্যান করে একে অপপ্রচার বলে আখ্যা দিয়েছে ইউক্রেন।

রোববার (৮ জানুয়ারি) রাতে এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহিই চেরেভাতি।

তিনি বলেন, এটি রাশিয়ার আরেকটি অপপ্রচার।

মস্কো জানায়, নতুন বছরের প্রাক্কালে রাশিয়ার সেনাঘাঁটিতে ইউক্রেনের হামলায় সেনাদের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে নতুন এই হামলা করা হয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি অস্থায়ী ঘাঁটিতে হামলা চালিয়ে তারা ৬০০ সেনা হত্যা করেছে। দুটি ভবনে ইউক্রেনের ১৩০০ সেনা ছিল। 

মাকিভকাতে ৮৯ রুশ সৈন্য নিহতের ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সে সময় ইউক্রেন দাবি করে, তাদের হামলায় ৪০০ রুশ সৈন্য নিহত বা আহত হয়েছেন।

Link copied!