সৌদি আরবে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৮:২০ পিএম

সৌদি আরবে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়াও দেশটির দক্ষিাণাঞ্চলীয় শহর নাজরান এবং জাজানেও হামলা করেছে অজ্ঞাত গোষ্ঠী। তবে সবগুলো হামলাকে প্রতিহত করেছে সৌদি সেনাবাহিনী। হামলায় দুই শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালের দিকে এই হামলা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ একটি শহরকে টার্গেট করে ছোঁড়া তিনটি মিসাইলকে দাম্মামের আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। এসব মিসাইলের ধ্বংসাবশেষ দাম্মাম শহরের আশেপাশে ছড়িয়ে পড়লে এর শ্র্যাপনেল থেকে দুজন শিশুর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও ১৪ টি বাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরব এই হামলার জন্য ইরান-সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুথিকে দায়ী করেছে। তবে হুথি গোষ্ঠী কিংবা অন্য কোন পক্ষ তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। সৌদি জোট জানিয়েছে, জাজান এবং নাজরান প্রদেশের দিকে আরও দু'টি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।

সৌদি আরব জানিয়েছে, সৌদি আরব লক্ষ্য করে তিনটি হামলা প্রতিহত করেছে তারা। সৌদির পূর্বাঞ্চলে দেশটি বেশিরভাগ তেলক্ষেত্র অবস্থিত। এর আগেও ওই এলাকায় বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা প্রায়ই সৌদি আরব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। এর আগেও সৌদির বিভিন্ন স্থানে হামলার দায় স্বীকার করেছে তারা।

Link copied!