স্কুল খুলে দিতে আফগানিস্তানে মেয়েদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৭, ২০২২, ০৫:৩৫ এএম

স্কুল খুলে দিতে আফগানিস্তানে মেয়েদের বিক্ষোভ

আফগানিস্তানে মেয়েদের স্কুল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। আফগানিস্তানে প্রায় ২ দশক অবস্থানের পর মার্কিন সৈন্যরা দেশটি ছেড়ে চলে গেলে তালেবান সরকার গঠন করে। যদিও তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি নেই। এর আগে, ১৯৯৬ সালে আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নারী শিক্ষায় নিষেধাজ্ঞা দিয়েছিলো তালেবান। সম্প্রতি মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে পৃষ্ঠপোষকতা করে বেশ প্রশংসা কুড়ায় তালেবান। তবে গত সপ্তাহে আবারও স্কুল বন্ধ করায় নতুন করে বিক্ষোভের মুখে পড়েছে।

গত আগস্টে ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ছেলেদের স্কুলগুলো খোলা থাকলেও মেয়েদের স্কুলগুলো বন্ধ রয়েছে। তালেবান সরকারের শিক্ষামন্ত্রণালয় জানিয়েছে, বুধবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত তালেবানের উচ্চ পর্যায় বাতিল করে দিয়েছে। উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে, ইসলামিক নিয়নকানুনেই কেবল মেয়েদের শিক্ষার সুযোগ দেওয়া হবে। তালেবানের এ সিদ্ধান্তকে বিরক্তিকর জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১০ দেশ। এ কারণে কাতারে  তালেবানের সঙ্গে আসন্ন বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র।    

Link copied!