মে ৩, ২০২৩, ০৬:১০ পিএম
মধ্য ইউরোপের দেশ সার্বিয়ার একটি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ৮ সহপাঠী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক শিক্ষক ও আরও ৬ শিক্ষার্থী।
শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক এবং তার জীবন রক্ষায় চিকিৎসকরা চেষ্টা চালিয়ে স্থানীয় মেয়র মিলান নেদেলজকোভিচ এ তথ্য জানান।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে বেলগ্রেডের একটি স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী অতর্কিত গুলি চালায়।
ওই স্কুলের এক শিক্ষার্থীর বাবা সার্বিয়ার টেলিভিশন চ্যানেল এন ওয়ানকে জানান, গুলির সময় তার মেয়ে ঘটনাস্থলে ছিল৷ তিনি বলেন,‘‘সে পালাতে সক্ষম হয়৷ ছেলেটি প্রথমে শিক্ষককে গুলি করে, এরপর সে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে৷''
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত আট শিশু, এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন৷ এক শিক্ষক ও ছয় শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে৷ পুলিশ সপ্তম শ্রেনির এক ছাত্রকে গ্রেপ্তারের কথা জানিয়েছে৷
প্রসঙ্গত, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সাবিয়ার বন্দুক আইন বেশ কঠোর। দেশটিতে সাধারণত এ ধরণের বন্দুক হামলার ঘটনা ঘটে না।