স্থানীয় সরকার নির্বাচনেও এগিয়ে আছে নেপাল কংগ্রেস

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২২, ০৫:৪১ পিএম

স্থানীয় সরকার নির্বাচনেও এগিয়ে আছে নেপাল কংগ্রেস

চতুর্থ দিনের মতো নেপালে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দল নেপাল কংগ্রেস এখন পর্যন্ত এগিয়ে আছে বলে জানা গেছে। ৭৩৫ মেয়র পদের মধ্যে ৪৬টি পদ জিতেছে নেপাল কংগ্রেস। অন্যদিকে, বিরোধী দল সিপিএন-ইউএনএল ৪২টি পদ পেয়েছে। সুতরাং সোমবার দুপুর পর্যন্ত ভোট প্রাপ্তিতে এগিয়ে আছে নেপাল কংগ্রেস।

দেশটির নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে এই ফলাফলের বিরোধীতা করেছেন সিপিএন-ইউএনএল নেতারা। ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। এ বিষয়ে একটি বিবৃতিও দেওয়া হয় সিপিএন-ইউএনএল পার্টির পক্ষ থেকে। সেখানে বলা হয়, “জনগণ প্রত্যাশা করে নিরপেক্ষ ভোটের মাধ্যমে যথার্থ নেতা নির্বাচন করার। কিন্তু এই নির্বাচনে তা হয়নি। নির্বাচন নিরপেক্ষ হয়নি। যা সংবিধান পরিপন্থী।”

এদিকে, নেপাল কংগ্রেসের সাধারণ সম্পাদক গগণ থাপা বলেছেন, চূড়ান্ত ফলাফল পাওয়ার আগেই নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। রাজনৈতিক দল হিসেবে এটুকু ধৈর্য থাকাই উচিত।

দেশটির বিরোধী দল পুনরায় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে।

গত শুক্রবার (১৩ মে) শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচন। চতুর্থ দিনের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো আজ।

Link copied!