হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

বিশ্ব ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৩, ০৮:০০ পিএম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

হঠাৎ করেই কিছুটা অসুস্থ হয়ে পড়ায় ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ার পাশাপাশি রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।  

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বুধবার (৪ জানুয়ারি) দুপুরে তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত বছরের ১২ জুন কোভিড সংক্রান্ত জটিলতার কারণে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়া গান্ধীকে। ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ কংগ্রেস নেত্রী গত বছর দুবার করোনায় আক্রান্ত হন।  

মায়ের অসুস্থতা নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকেই অসুস্থ ছিলেন সোনিয়া। 

মঙ্গলবার সন্ধ্যায় উত্তর প্রদেশে ‘ভারত জোড়ো’ যাত্রায় সাত কিলোমিটার হেঁটে দিল্লিতে ফিরে আসেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার সকাল ৬টায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পুনরায় শুরু হলেও প্রিয়াঙ্কা গান্ধী অবশ্য এদিনের যাত্রায় যোগ দেননি।

Link copied!