হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত শেষযাত্রা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২১, ১১:২০ এএম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত শেষযাত্রা

মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে প্রথম নিহত ম্যা থোয়ে থোয়ে খাইংয়ের অন্ত্যোষ্টিক্রিয়ায় রবিববার নেপিডোতে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছেন। বিশতম জন্মদিনের মাত্র দুইদিন আগে মাথায় গুলিবিদ্ধ হয়ে দশদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৯ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন খাইং।

খাইংয়ের অন্ত্যোষ্টিক্রিয়ায় শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা নিজেদের তিন আঙ্গুল উঁচিয়ে খাইংকে স্যালুট জানান। খাইংয়ের কফিন কালো ও সোনালি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। গাড়ির সঙ্গে চলে শত শত মটরসাইকেল।

ম্যা থোয়ে থোয়ে খাইং একজন সুপারমার্কেটের কর্মী ছিলেন। গত ৯ ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের একটি সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে খাইং গুলিবিদ্ধ হন। খাইং এখন দেশটির বিক্ষোভকারীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জান্তা বিরোধী বিক্ষোভে এখন প্রায়ই তার ছবি ব্যবহার করা হচ্ছে।

খাইংয়ের মৃত্যুর নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক প্রতিক্রিয়ায় বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ, হুমকি ও হয়রানি অগ্রহণযোগ্য।’

সূত্র: নিক্কে এশিয়া

Link copied!