করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শারীরিক জটিলতা দেখা দেওয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। রবিবার তাকে দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কংগ্রেসের মুখপাত্র রনদীপ সূর্যেওয়ালা এক টুইটে বলেছেন, “কংগ্রেস সভাপতি শ্রীমতি সোনিয়া গান্ধী কোভিড সংক্রান্ত জটিলতা নিয়ে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে। এ নিয়ে উদ্বেগ ও শুভকামনা জানানোয় কংগ্রেসের সদস্য ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাচ্ছি আমরা।”
এর আগে, গত ২ জুন নমুনা পরীক্ষায় সোনিয়া গান্ধীর করোনাভাইরাস পজিটিভ ফল আসে। অর্থ-পাচারের একটি মামলায় দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদে যোগ দিতে যাওয়ার আগে ওই দিন তার করোনা শনাক্ত হয়।
অর্থ পাচারের এক মামলায় সোনিয়া ও তার ছেলে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
প্রথমে সোনিয়াকে ৮ জুন হাজির হতে বলা হলেও, কোভিড আক্রান্ত কংগ্রেস সভাপতি সময় চাইলে হাজিরার তারিখ ২৩ জুন পুনর্নির্ধারণ করা হয়।