১০ আরোহী নিয়ে সাগরে বিধ্বস্ত জাপানের সামরিক হেলিকপ্টার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৩, ০৮:৫৮ পিএম

১০ আরোহী নিয়ে সাগরে বিধ্বস্ত জাপানের সামরিক হেলিকপ্টার

১০ জন আরোহী নিয়ে ওকিনাওয়া দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছে জাপানের একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার। তাদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। বৃহস্পতিবার হেলিকপ্টারটি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওকিনাওয়া দ্বীপের কাছে মিয়াকোজিমায় জাপান সাগরে ভেঙে পড়ে।

ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি প্রধানত সেনা পরিবহনে ব্যবহার হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা। ইয়াসুনোরি বলেন, ভেঙে পড়ার আগে হেলিকপ্টারটি ওই এলাকায় টহল দিচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ আরোহীর কেউ বেঁচে আছেন কি না, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির কোস্টগার্ডের একটি দল সাগরে ভাসমান তেল শনাক্ত করেছে, যা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে।

এএফপি

Link copied!