৬০ বছরের মধ্যে প্রথম পার্লামেন্ট অধিবেশনে আসেননি ব্রিটেনের রানী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২২, ০৯:৫৩ পিএম

৬০ বছরের মধ্যে প্রথম পার্লামেন্ট অধিবেশনে আসেননি ব্রিটেনের রানী

রানি দ্বিতীয় এলিজাবেথের পরিবর্তে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভাষণ দিলেন সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস। মঙ্গলবার (১০ মে) পার্লামেন্টের অধিবেশন উদ্বোধনীতে প্রথমবারের মতো ভাষণ দেন তিনি। এর আগে গত ছয় দশকে কখনোই এই উদ্বোধনী অনুষ্ঠান ছাড়েননি ৯৬ বছর বয়সী রানি এলিজাবেথ। বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, রানি বেশ অসুস্থ। এ কারণে তার চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। ফলে পার্লামেন্টে এদিন রানির পরিবর্তে ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে সরকারের আইনি কর্মসূচি ঘোষণা করেন ৭৩ বছর বয়সি প্রিন্স চার্লস। রানির প্রতি আনুগত্যের প্রকাশ হিসেবে ‘হার ম্যাজেস্টি’স গভর্নমেন্ট উইল’ বলে বক্তব্য শুরু করেন তিনি।

অনুষ্ঠানে প্রিন্স চার্লসের সঙ্গে ছিলেন তার স্ত্রী ক্যামিলা ও ছেলে প্রিন্স উইলিয়াম। সংক্ষিপ্ত বক্তব্যে চার্লস বলেন, ‘সরকার অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে, আর্থিক বৃদ্ধি নিশ্চিত করবে, উচ্চ দক্ষতার ও উচ্চ আয়ের চাকরির সুযোগ তৈরি করবে।’ রানি দ্বিতীয় এলিজাবেথ তার ৭০ বছরের শাসনে মাত্র দুবার পার্লামেন্টের এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। প্রথমবার ১৯৫৯ সালে আর দ্বিতীয়বার ১৯৬৩ সালে। কিন্তু এবার তিনি স্বাস্থ্যের কারণে পার্লামেন্টে উপস্থিত থাকতে পারেননি।

প্রথা অনুযায়ী, রাজা বা রানি বাকিংহাম প্যালেস থেকে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা নিয়ে পার্লামেন্টে প্রবেশ করেন। এ বছর প্রিন্স চার্লস গাড়িতে করে পার্লামেন্টে যান। তার মাথায় রাজমুকুটও ছিল না। রাজমুকুট চেয়ারে রাখা ছিল। রাজমুকুটের ওজন বেশি বলে রানিও কয়েক বছর তা পরেননি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ রানি এলিজাবেথ। এর ফলে আগের তুলনায় বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে খুব নিয়মিত তথ্য প্রকাশ করা হবে না বলে প্রাসাদ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এর ফলে রানির শারীরিক অবস্থা নিয়ে কঠোর গোপনীয়তার যে সংস্কৃতি রয়েছে, সেটিই প্রতিফলিত হচ্ছে।

Link copied!