এপ্রিল ২৩, ২০২১, ১২:০৩ এএম
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে মহড়ার সময় নিখোঁজ সাবমেরিন থেকে ৫৩ জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধারে আর মাত্র ৭২ ঘণ্টা সময় পাবে কর্তৃপক্ষ। দেশটির নৌবাহিনীকে উদ্ধৃত করে বিবিসি জানায়, এরপর সাবমেরিনটি অক্সিজেনশূন্য হয়ে পড়বে।
কেআরআই নানগালা-৪০২ নামের ওই সাবমেরিনের খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলে ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জানিয়েছেন।
সাবমেরিনটি খুঁজে বের করতে তল্লাশির জন্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সাহায্য চেয়েছে ইন্দোনেশিয়া। তবে এখনো দেশ দুটির পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। জার্মানির তৈরি সাবমেরিনটি বুধবার (২২ এপ্রিল) স্থানীয় সময় সকালে বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে অবস্থানকালে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
ইন্দোনেশিয়া নৌবাহিনীর ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজোনো বলেছেন, ‘নৌবাহিনী সাবমেরিনটির খোঁজে তল্লাশি চালাচ্ছে। আমরা এলাকাটি ভালোভাবে চিনি। তবে এই এলাকায় গভীরতা অনেক বেশি।’
ইন্দোনেশিয়ার জার্মানির তৈরি পাঁচটি সাবমেরিন রয়েছে, সেগুলোর একটি এটি। সত্তর দশকের দিকে এই সাবমেরিন তৈরি হয়। ২০১২ সালের আগে দক্ষিণ কোরিয়ায় দুই বছর ধরে এটি রিফিট করা হয়।
সূত্র: বিবিসি।