‘গণতন্ত্র সম্মেলন’ প্রত্যাখ্যান পাকিস্তানের, উল্লসিত চীন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২১, ০৪:১৭ পিএম

‘গণতন্ত্র সম্মেলন’ প্রত্যাখ্যান পাকিস্তানের, উল্লসিত চীন

যুক্তরাষ্ট্রের ‘গণতন্ত্র সম্মেলনে’ যোগ দিতে জো বাইডেনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তানের এই প্রত্যাখ্যানে আনন্দ প্রকাশ করেছে চীন। বুধবার (৮ ডিসেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের আবেদন প্রত্যাখ্যানের বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান জানিয়েছে, “আগামী ৯-১০ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ‘গণতন্ত্র সম্মেলনে আমাদের আমন্ত্রণ জানানোয় আমরা কৃতজ্ঞ।”

পাকিস্তানকে অন্যতম গণতান্ত্রিক, স্বাধীন বিচার ব্যবস্থা এবং মুক্ত গণমাধ্যমের দেশ হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে মূল্যায়ন করি। আমরা যুক্তরাষ্ট্রর সঙ্গে আমাদের আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর।”

এদিকে, পাকিস্তানের এমন সিদ্ধান্তে উল্লসিত চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান এই টুইটে পাকিস্তানের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লিখেছেন, “পাকিস্তান ‘গণতন্ত্র সম্মেলনকে প্রত্যাখ্যান করেছে। আমাদের প্রকৃত ভাই (আয়রন ব্রাদার: চীনারা তাদের নিকটতম বন্ধু এবং ভাইকে সংজ্ঞায়িত করতে আয়রন ব্রাদার এবং আয়রন ফ্রেন্ড প্রত্যয়দ্বয় ব্যবহার করে থাকে।)।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র চীনকেও তাদের ‘গণতন্ত্র সম্মেলনে’ আমন্ত্রণ জানায়নি।

Link copied!