‘শত্রুজোট’ ন্যাটোর ‘বন্ধু’ হবে না রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৭:০২ পিএম

‘শত্রুজোট’ ন্যাটোর ‘বন্ধু’ হবে না রাশিয়া

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার কোন ইচ্ছে নেই মস্কোর। ন্যাটো জোটের মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসার আগে এ মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘নিজেদের ভাগ্য একটু বাজিয়ে দেখবেন না? রাশিয়া ন্যাটো জোটের সদস্য হচ্ছে না’। অনেকটা হাস্যরস করেই সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

ল্যাভরভ বিষয়টি এমনভাবে বিষয়টি উত্থাপন করেন যেন, সাংবাদিকরা অনেকেই ভেবে নিয়েছেন যে, ন্যাটো মস্কোকে তাদের জোটে ভেড়ানোর চেষ্টা করতে পারে। তবে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) একসময়ের প্রধান শত্রু ন্যাটো জোটের বন্ধু অর্থাৎ সদস্য না হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। 

বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- ল্যাভরভ এবং স্টলটেনবার্গ রাশিয়া-ন্যাটোর বর্তমান সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে রাশিয়া উভয়পক্ষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়িয়ে উত্তেজনা কমানোর দিকে ন্যাটোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে।  

উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিকে রাশিয়ার সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন ন্যাটো মহাসচিব। সেই প্রস্তাবের অংশ হিসেবেই ল্যাভরভের সঙ্গে স্টলটেনবার্গ বৈঠক করেছেন বলে মনে করা হচ্ছে।

Link copied!