সবাই জানে আমি কেমন, পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাতকারে রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২২, ০৭:৫৪ পিএম

সবাই জানে আমি কেমন, পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাতকারে রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের অন্যতম সেরা পর্তুগালের  এই ফুটবলার দল নিয়ে এখন এসেছেন কাতার বিশ্বকাপ খেলতে। রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান, তখন ইংলিশ ফুটবল তো বটেই, ইউরোপীয় ফুটবলেই দাপুটে ফুটবল খেলছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথম দফায় এই পর্তুগিজ তারকা দারুণ পারফরম্যান্স করে ক্লাবের সমর্থকদের অন্তরে জায়গা করে নেন। এখানে থাকতেই জেতেন ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর।
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর ১৩ বছরে রোনালদো নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির পর্যায়ে। সর্বকালের সেরার সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম লিখিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। মাদ্রিদের ক্লাবটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন তিনি। ২০২১-২২ মৌসুমে দীর্ঘ ১৩ বছর পর ফের প্রিমিয়ার লিগে ফিরে আসেন রোনালদো। যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে, যেখান থেকে শুরু রোনালদোর কিংবদন্তি হওয়ার যাত্রা।

কাতারে আসার ক’দিন আগে ব্রিটিশ ব্রডকাস্টার, সাংবাদিক, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগানকে এক সাক্ষাতকার দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে প্রচুর সমালোচনা শুনতে হয়েছিল তাকে। সেই সাক্ষাৎকার নিয়ে প্রথমবারের মত এবার মুখ খুললেন তিনি। রোনালদো জানান, অন্যরা কি ভাবলো তা নিয়ে তিনি চিন্তিত নন তিনি।

পিয়ার্স মরগানকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো সমালোচনা করেছিলেন ক্লাবটির কোচ এরিক টেন হাগ, ওয়েন রুনি, গ্যারি নেভিলদের। এমনকি মালিকপক্ষ গ্লেজার্সকেও ধুয়ে দিয়েছিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এই ব্যাপারে কথা বলেন রোনালদো। পর্তুগালের এই তারকা ফুটবলার বলেন, ‘কখনো আপনি সত্যি লিখবেন, কখনো মিথ্যা কথা লিখবেন। অন্যরা কী ভাবল, তা নিয়ে আমি চিন্তা করি না। সবাই জানে আমি কেমন।’

রোনালদো আরও বলেন, ‘টাইমিং তো টাইমিংই। আপনার দিক থেকে আপনি টাইমিং সম্পর্কে বলতে পারেন।’

ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল সবখানেই রেকর্ড গড়ে চলেছেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারে ৯৪৯ ম্যাচে করেছেন ৭০১ গোল, অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে। আর আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৯১ ম্যাচে করেছেন ১১৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল। এরপর ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ও ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার

এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রয়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ ঘানা। ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল। আর নিজেদের শেষ ম্যাচে ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগিজরা।

Link copied!