খেলার কথা বলে প্রতিবেশির শিশু অপহরণ; গ্রেফতার দম্পতি

নিজস্ব প্রতিবেদক

জুন ১, ২০২৩, ০২:৫৮ পিএম

খেলার কথা বলে প্রতিবেশির শিশু অপহরণ; গ্রেফতার দম্পতি

প্রায় তিন বছর ধরে একই ভবনে পাশাপাশি বাসায় ভাড়া থাকেন চান মিয়া-বৃষ্টি দম্পতি ও দুলাল মিয়া-রোজিনা দম্পতি। দুলাল-রোজিনা দম্পতির ২ বছরের কন্যাসন্তান থাকলেও অন্য দম্পতির কোনো সন্তান ছিল না। খেলার কথা বলে রোজিনার কাছ থেকে তার কন্যা তাবাসসুমকে নিয়ে যান বৃষ্টি। ৩ থেকে ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় স্বামীকে নিয়ে খুঁজতে বের হন রোজিনা।

রাত ১১টার দিকে ফোন আসে সন্তানকে ফিরে পেতে মুক্তিপণ দিতে হবে আড়াই লাখ টাকা। উপায় না দেখে ওই নাম্বারে ৫ হাজার টাকা পাঠান তাবাসসুমের বাবা দুলাল মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে বাকি টাকা পরদিন সকালের মধ্যে না পাঠালে সন্তানকে মেরে ফেলবে হুমকি দিয়ে নম্বরটি বন্ধ করে দেয়া হয়।

সাভার মডেল থানা পুলিশকে ঘটনাটি জানানো হলে ঢাকা জেলা পুলিশ ও সাভার মডেল থানার সমন্বয়ে আভিযানিক টিম ডিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিসহ দুই অপহরণকারী বৃষ্টি (২৮) ও চান মিয়াকে (৩০) গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১ জুন) সংবাদ সম্মেলনে জানিয়ে ঢাকা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় আরও কারা জড়িত আছে তা জানতে তদন্ত চলছে। 

Link copied!