ঢাকায় হরিজন সম্প্রদায়ের ওপর হামলায় ১৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৪, ০৭:১২ পিএম

ঢাকায় হরিজন সম্প্রদায়ের ওপর হামলায়  ১৫ জন আহত

ছবি: সংগৃহীত

রাজধানীর বংশালের ৩৩ নম্বর ওয়ার্ডে হরিজন সম্প্রদায়ের বসতবাড়ির চাবি হস্তান্তরকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী–পুরুষসহ ১৫ জন আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষ হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাঁরা হলেন– শিপন লাল (৪১), নিরঞ্জন (৬৫), বিরুদাস (৪৪), বিজন দাস (১৯), প্রশান্ত (২৫), উদয় (২২), নিলয় (১৮), শুভ (২৮), রিমি (১৮), রেহেনা (২২), কারুন (২২), দীপ্ত (১০), রুমন (২৫), রনি (৩৬) ও রাজু (৩৩)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘বংশাল থেকে হরিজন সম্প্রদায়ের ১৫ জনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।’

পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া আরও বলেন, ‘আহতদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জেনেছি বংশাল থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড হরিজন সম্প্রদায়ের নামে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্মিত বাসার চাবি হস্তান্তরকে কেন্দ্র করে বিকেলের দিকে বহিরাগতরা এ হামলা চালায়। এতে এখন পর্যন্ত ১৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। আহতরা ভর্তি হলে ঠিকানা পাওয়া যাবে। আহতরা প্রায় সবাই মাথায় আঘাত পেয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

Link copied!