১৭ বছরের শিশুর হাতে হাতকড়া পরানো ভুল হয়েছে: রাষ্ট্রপক্ষের আইনজীবী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২৪, ০৪:৩৩ পিএম

১৭ বছরের শিশুর হাতে হাতকড়া পরানো ভুল হয়েছে: রাষ্ট্রপক্ষের আইনজীবী

ছবি: সংগৃহীত

কোটা বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের হাতে হাতকড়া পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এ কথা জানান।

নাশকতার মামলায় আদালত শিশু ফাইয়াজের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে ফাইয়াজের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চাওয়া হলে হাইকোর্টের বিচারপতি মো. মনিরুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে একটি বেঞ্চ গঠন করা হয়। বিষয়টি শিশু অধিকার লঙ্ঘন করায় বিবেচনার আবেদন জানানো হলে উচ্চ আদালতে রিমান্ড বাতিল করা হয়।  

উল্লেখ্য, রোববার (২৮ জুলাই)  আইন লঙ্ঘন করে ফাইয়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেয়ার বিরুদ্ধে জনস্বার্থে রিট করেন আইনজীবী ড. শাহদীন মালিক। এর পরিপ্রেক্ষিতে শিশুটিকে উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় আদালত।   

Link copied!