অক্টোবরের শেষ থেকে ২৫৩টি অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৫, ২০২৩, ০২:১৫ পিএম

অক্টোবরের শেষ থেকে ২৫৩টি অগ্নিসংযোগ

সংগৃহীত ছবি

অক্টোবরের শেষ থেকে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সড়ক, রেল ও নৌপথ অবরোধ ও হরতাল চলাকালে আজ (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে মোট ২৫৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর মধ্যে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, সোমবার দুপুর ২টা ২৩ মিনিটে ঢাকার গুলিস্তান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে বুধবার সকাল থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো।

Link copied!