বিএনপি নেতা নবী ৩ দিনের রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৪, ১২:২৫ পিএম

বিএনপি নেতা নবী ৩ দিনের রিমান্ডে

ছবি:সংগৃহীত

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে চারজনের মৃত্যুর ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- যুবদল কর্মী মোহাম্মদ মনসুর আলম, রাসেল, সালাউদ্দিন, কবির হোসেন, দেলোয়ার, হাসান ও ইকবাল হোসেন স্বপন। ইউএনবির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

শনিবার (৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় নবীউল্লাহসহ আরও পাঁচজন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

ডিবি প্রধান বলেন, অগ্নিসংযোগের ঘটনার আগে বিএনপির ১০-১১ জন নেতা-কর্মী ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন।

ভিডিও কনফারেন্সে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, ইকবাল হোসেন বাবলু ও কাজী মনসুর উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‍‍`ঢাকাগামী ট্রেনে আগুন দেওয়ার পরিকল্পনা নিয়ে তারা ভিডিও কনফারেন্স করেন। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতেই এ অগ্নিসংযোগের পরিকল্পনা করেন তারা।’

ডিবি প্রধান আরও বলেন, ‘যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নির্দেশে লালবাগ থেকে যুবদলের বেশ কয়েকটি দল বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগ শুরু করে। অগ্নিসংযোগকারীদের একজন ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, তবে তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে তার পরিচয় গোপন করছি।’

ডিবি প্রধান আরও বলেন, ভিডিও কনফারেন্স থেকে তিনজন উত্তর দিয়েছেন যে তারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারেন। ‘২০১৩-১৪ সালে তারা বিভিন্ন এলাকায় বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে। তারা একত্রে ট্রেনে অগ্নিসংযোগের পরিকল্পনা করে।’

ভিডিও কনফারেন্সের জন্য ব্যবহৃত মোবাইল ডিভাইসটি উদ্ধার করেছে ডিবি। মোবাইল ফোনটি কাজী মনসুরের। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে আছেন বলে জানান হারুন।

হারুন আরও উল্লেখ করেন, গ্রেপ্তারদের রিমান্ডে নেওয়া হবে এবং অগ্নিসংযোগের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঢাকাগামী ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে গেছে।

এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ডিআরএম) নির্দেশে এ ঘটনার কারণ চিহ্নিত করে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

Link copied!