রাজধানীর মিরপুরে প্রজাপতি পরিবহনের বাসে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১২, ২০২৩, ০৩:৩৫ পিএম

রাজধানীর মিরপুরে প্রজাপতি পরিবহনের বাসে আগুন

ছবি: সংগৃহীত

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রবিবার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে। এরই মধ্যে রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (১২ নভেম্বর ) দুপুর ১টার দিকে মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এক প্রতিবেদনকে জানান, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। 

সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট আগুন নেভানোর জন্য রওনা দেয়। ১টা ১৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসটির পেছন অংশে আগুন জ্বালিয়ে দেয়। এসময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সহায়তা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভাতে যোগ দেয়।

এই কর্মসূচি শুরুর আগেই শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে একই পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১১টা ৩৮ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এছাড়াও শনিবার রাত ৮টার পর থেকে মধ্যে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আরও অন্তত পাঁচটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এসব ঘটনায় একজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

Link copied!