ছবি: সংগৃহীত
কারও কোনও ক্ষতি করিনি, চেষ্টাও করিনি বলে মন্তব্য করেছেন ড. মুহম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে ৪ জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
জামিন আবেদন শেষে বের হলে সাংবাদিকরা ড. ইউনূসকে ঘিরে ধরেন। তখন এই মন্তব্য করেন তিনি। অনুসন্ধিৎসু সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন, “তাহলে কেউ কি ভাবছে আপনি ক্ষতি করার চেষ্টা করেছেন?”
আরও পড়ুন: ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল ৪ জুলাই পর্যন্ত
জবাবে তিনি বলেন, “আমি তো তাদের মাথার মধ্যে ঢুকিনি।”
ইউনূস বলেন, “এখানে এসে আমরা অপেক্ষা করছিলাম তখন একজন বিদেশি এসেছেন আমার সঙ্গে দেখা করতে। তিনি বললেন, আমি ব্যবসা করি, বাংলাদেশের সঙ্গে আমার ব্যবসা আছে, এটা বলে আমার কাছে নানা দিক থেকে পরামর্শ চাইলেন। এই যে মানুষকে উদ্বুদ্ধ করা, ব্যবসাকে উদ্বুদ্ধ করা, বিশ্বের অন্যান্য দেশের মানুষও আমার কথা গ্রহণ করছেন। এই একটা লেভেলে আমরা আসতে পেরেছি, এছাড়া আরও কাজ করতে পারতাম যদি না এসব টানাহেঁচড়ার মধ্যে পড়তাম। তারপরও জীবনে যা করার তাই করার চেষ্টা করেছি। শেষ বয়সে এসেও আরও করতে চেয়েছিলাম, তবে সেই সুযোগ আমাকে দেওয়া হচ্ছে না।”
নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন, “আমাকে নানাভাবে টানাহেঁচড়ার মধ্যে রাখা হচ্ছে। নতুন কিছু করতে পারলে অন্য দেশের মানুষরা বলতো এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি। সেই সুযোগটা হলো না, এটাই দুঃখের বিষয়। এই দুঃখ থেকে যেন আমি মুক্তি পেতে পারি, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”