রিজভী ক্ষমা চাইলে যেন মাফ করে দেওয়া হয়: মামলার পর হিরো আলম

আদালত প্রতিবেদক

আগস্ট ৭, ২০২৩, ০৮:১০ পিএম

রিজভী ক্ষমা চাইলে যেন মাফ করে দেওয়া হয়: মামলার পর হিরো আলম

সংগৃহীত ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন দেশের আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে। আদালতে জবানবন্দি দেওয়ার একপর্যায়ে হিরো আলম বলেন, ‘উনি (রিজভী) ক্ষমা চাইলে তাকে যেন মাফ করে দেওয়া হয়।’

জবানবন্দী গ্রহরে পর আদালতে হিরো আলমের আইনজীবী মুনসুর আলী রিপন শুনানিতে বলেন, “একজন মৃত মানুষের বিপক্ষেও মানহানিকর বক্তব্য দেওয়া উচিত নয়। আর হিরো আলম একজন পরিচিত মুখ। তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। তাকে মামলার আসামি (রিজভী) যেভাবে কটূক্তি করেছেন সেটি কোনোভাবেই উচিত হয়নি।

শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গোয়েন্দা বিভাগকে তদন্তের নির্দেশ নিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

হিরো আলম মামলায় অভিযোগ করেছেন, বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী  তাকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন। মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরেছেন রিজভী। রিজভী তার বক্তব্যে বলেছেন, “হিরো আলমের মতো একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।”

প্রসঙ্গত, গতকাল রবিবার দুপুরে ডিএমপির গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যান হিরো আলম। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “বিএনপি নেতা রিজভী আমাকে অশিক্ষিত বলে গালি দিয়েছেন। কোনো রাজনৈতিক নেতা কাউকে অর্ধ-পাগল কিংবা অশিক্ষিত বলতে পারেন না। আমি তিনবার নির্বাচন করেছি। নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে কমিশন আমাকে নির্বাচন করতে দিত না।”

Link copied!