শ্রম আইন লঙ্ঘনের মামলায় খালাস পেলেন ড. ইউনূসসহ শীর্ষ ৩ কর্মকর্তা

জাতীয় ডেস্ক

আগস্ট ৭, ২০২৪, ০৫:৪৬ পিএম

শ্রম আইন লঙ্ঘনের মামলায় খালাস পেলেন ড. ইউনূসসহ শীর্ষ ৩ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের অন্য ৩ জন শীর্ষ কর্মকর্তাকে খালাস দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

বুধবার (৭ আগস্ট) বিকেলে শুনানি শেষে বিচারক এম এ আউয়াল এই রায় দেন।

গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস এবং এর পরিচালক ত্রয় আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিলেন।

আরও পড়ুন: সবাইকে শান্ত থাকার বার্তা ইউনূসের

রায় ঘোষণার পর পরই পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে আদালত চারজনকেই ১ মাসের জামিন দেন। ৬ মাসের কারাদণ্ড ছাড়াও আদালত চারজনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২৫ দিন কারাদণ্ড দেন।

পাশাপাশি আদালত তাদের এক মাসের মধ্যে শ্রম আইন ২০০৬’র প্রাসঙ্গিক ধারাগুলো মেনে চলার নির্দেশ দেন।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন ড. ইউনূস।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে এই মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এস এম আরিফুজ্জামান।

মামলার নথি অনুসারে, আইএফইডি কর্মকর্তারা ২০২১ সালের ১৬ আগস্ট ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করে শ্রম আইনের বেশকিছু লঙ্ঘন খুঁজে পান।

একই বছর ১৯ আগস্ট গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটির ৬৭ কর্মচারীকে স্থায়ী করার কথা ছিল কিন্তু তা করা হয়নি।

এ ছাড়া কর্মচারীদের পার্টিসিপেশন ও কল্যাণ তহবিল এখনো গঠন করা হয়নি এবং কোম্পানির যে লভ্যাংশ শ্রমিকদের দেওয়ার কথা ছিল তার ৫ শতাংশও পরিশোধ করা হয়নি।

Link copied!