বিএনপির যুগ্মমহাসচিব খোকনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৩, ১০:৫৫ পিএম

বিএনপির যুগ্মমহাসচিব খোকনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংগৃহীত ফাইল ছবি

নরসিংদী জেলা ছাত্রদলের দুই নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার মামলার প্রধান আসামি এবং জেলা শাখা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) নরসিংদী জেলা ও দায়রা আদালতের বিচারক মুশতাক আহমেদ এই গ্রেফতারি পরেয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম বাবু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, “ উচ্চ আদালত থেকে পাওয়া চার সপ্তাহ জামিন শেষে বৃহস্পতিবার (২৭ জুলাই) নিম্ন আদালতে হাজির হওয়ার কথা ছিল খায়রুল কবির খোকনের। কিন্তু, শারীরিক অসুস্থ থাকায় তিনি তার আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে হাজির হতে সময় চেয়ে আবেদন করেন। আদালত  ওই আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে ঘোষিত নরসিংদী শাখা জেলা ছাত্রদলের আংশিক কমিটি বাতিলসহ  ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করে আসছিলেন পদবঞ্চিত নেতাকর্মীরা

এরই ধারাবাহিকতায় গত ২৫ মে বিক্ষোভের সময় গুলিতে নিহত হন দুই ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম। এ ঘটনায় নিহত সাদেকুরের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে প্রধান আসামি ও তার স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০ জনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করেন।

Link copied!