আগস্ট ২২, ২০২১, ০২:৫৪ পিএম
কাবুল বিমানবন্দর থেকে মার্কিন বিমান বাহিনীর একটি বিমানে করে দেশ ছাড়ার সময় এক আফগান নারীর আকাশেই প্রসব বেদনা শুরু হলে পাইলট জার্মানির একটি বিমানবন্দরে বিমানটি অবতরণ করিয়ে তার সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করেন। স্থানীয় সময় শনিবার (২১ আগস্ট) মার্কিন বিমানবাহিনী টুইট করে এ খবর দিয়েছে।
তবে মার্কিন বিমান বাহিনীর টুইট বার্তায় ওই নতুন মা ও তার সন্তানের কোনো পরিচয় উল্লেখ করা হয়নি।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের শাসন ক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ায় রাজধানী কাবুল থেকে হাজারো মানুষ পালিয়ে অন্য দেশে পাড়ি জমাতে চেষ্টা করছেন।
মার্কিন বিমানবাহিনীর টুইটে বলা হয়, শুক্রবারও সন্তান সম্ভবা এক আফগান নারী অন্য দেশে পালিয়ে যাওয়ার জন্য কাবুল বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।
ওই মহিলার মতো আর যাঁরা কাবুল ছেড়ে অন্যত্র পালাতে চাইছেন, তাঁদের কয়েক জনকে নিয়ে শুক্রবার (২০ আগস্ট) আমেরিকার বিমানবাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের সি-১৭ বিমানটি কাবুল থেকে আকাশে ওড়ে পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে। সেখানে কাবুল থেকে আসা কয়েকজনকে নামিয়ে বিমানটি জার্মানিতে আমেরিকার র্যামস্টিন এয়ারবেসে যাওয়ার জন্য যাত্রা করে। বিমানটিতে ওই শরণার্থী আফগান বধূ ছিলেন।
বিমানটি যখন ২৮ হাজার ফুট উচ্চতায়, ঠিক তখনি প্রসবযন্ত্রণা শুরু হয় ওই সন্তানসম্ভবা নারীর। বিমানের ভিতরে বায়ুচাপ কম থাকায় তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল। ওই নারীর দম যেন বন্ধ হয়ে আসছিল। ওই নারীর গুরুতর অবস্থা দেখে বিমানের উচ্চতা খুব দ্রুত কমিয়ে আনেন মার্কিন বিমানবাহিনীর পাইলট। যাতে বিমানের ভিতরে বায়ুচাপের পরিমাণ বাড়ে। তখনও বিমানটির গন্তব্যস্থান বেশ দূরে ছিল। দ্রুত আকাশপথ পেরিয়ে মার্কিন বিমানটি জার্মানির র্যামস্টিন এয়ারবেসে নামার প্রায় সঙ্গে সঙ্গেই সন্তান প্রসব করেন ওই আফগান নারী।
আফগান শরণার্থী ওই নারীর প্রসবে সাহায্য করেন মার্কিন বিমানবাহিনীর সদস্যরাই। পরে মা ও শিশুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এয়ারবেসের কাছাকাছি একটি হাসপাতালে। মা ও শিশু দু’জনেই সুস্থ আছে বলে মার্কিন বিমানবাহিনীর ওই টুইটে বলা হয়।