বাংলাদেশে নারীর পিরিয়ড হওয়ার বিষয়টি এখনো সমাজে ট্যাবু। অনেকেই বাঁকা চোখে দেখেন। তবে ফেনীর এক পরিবার এই ট্যাবুকে ভেঙে ফেলতে এক দারুণ পদ্ধতির আশ্রয় নিয়েছিল। কণ্যার প্রথমবারের মতো ঋতুমতী হওয়াকে স্মরণীয় করে রাখতে কেক কেটে উদযাপন করেছে।
গত ১৬ সেপ্টেম্বর ‘প্রজেক্ট কন্যা’ নামের একটি ফেসবুক পেইজে সেই পরিবারের অনুমতি নিয়ে কেকের ছবি প্রকাশ করে। এরপর অনেকেই প্রথম মাসিক উদযাপনের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন।
সিঁড়ির অবয়বে বানানো কেকটি দিয়ে একটা ছোট মেয়ের প্রতি ধাপে বড় হয়ে উঠার গল্প ফোটানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন কেকটির কারিগর নুসরাত জাহান প্রিমা। তিনি বলেন, লাল রঙের ওই কেক বানানো হয়েছে চার ধাপের সিঁড়ির আকারে। প্রতিটি ধাপে ছোট থেকে বয়ঃসন্ধি বেলার কন্যা শিশুর একটি করে আদল বসানো। কেকটির নিচে লেখা: ‘নিউ লাইফ…’।
প্রিমা জানান, কেকের এক একটা ধাপকে জন্মলগ্ন থেকে পূর্ণ নারী হয়ে ওঠার পর্যায় হিসেবে দেখানোর চেষ্টা করেছিলাম। কতটুকু সফল হয়েছি জানি না, তবে যাদের জন্য বানানো হয়েছে তারা বেশ পছন্দ করেছিলেন।
‘প্রজেক্ট কন্যা’র পোস্টে অনেকেই এই বিষয়ে ইতিবাচক আবার অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন। আবার অনেকে নেতিবাচক মন্তব্যকারীদের জবাবও দিয়েছে।