সরকারী সহায়তার লোভে নিজের বোনকে বিয়ে!

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২১, ১১:৩১ এএম

সরকারী সহায়তার লোভে নিজের বোনকে বিয়ে!

সরকারি সহায়তার লোভে নিজের বোনকে বিয়ে করলেন এক যুবক। ঘটনা ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদের। স্থানীয় সময় ১১ ডিসেম্বর ফিরোজাবাদের তুন্দলা এলাকায় এই ঘটনা ঘটে।

ভারতের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি রাজ্যে বিয়ের জন্য যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। সহায়তার আওতায় প্রত্যেক দম্পতিকে ৩৫ হাজার রুপি করে দেওয়া হয়। এরমধ্যে, ২০ হাজার রুপি দেওয়া হয় কনের ব্যাংক অ্যাকাউন্টে, বাকি টাকা নগদ উপহার হিসেবে দেওয়া হয়। সেই টাকার লোভে পড়ে ওই ঘটনা ঘটান ওই যুবক।

স্থানীয়রা জানান, ১১ ডিসেম্বর এই সহায়তা পেতে নিজ বোনকে বিয়ে করে ওই যুবক। ফিরোজাবাদের তুন্দলা এলাকায় ওই দিন সব মিলিয়ে ৫১ দম্পতির বিয়ে হয়। পরে স্থানীয়রা ওই ভাইবোনকে চিনতে পারলে তাদের বিয়ের খবর জানাজানি হয়।

তুন্দলার ব্লক ডেভেলপমেন্ট অফিসার নরেশ কুমার বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।ৎ

সূত্র: গালফ নিউজ

Link copied!