ভুল করে টয়লেটে বসা অবস্থায় অনলাইন মিটিংয়ে সাবেক মেয়র, তারপর?

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৯, ২০২৪, ১০:২৬ এএম

ভুল করে টয়লেটে বসা অবস্থায় অনলাইন বৈঠকে যুক্ত হয়ে গেছেন ব্রাজিলের রিও ডি জেনেরিওর তিনবারের সাবেক মেয়র সিজার মাইয়া। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে গত বুধবার।

জানা গেছে, ওই দিন কাউন্সিল মেম্বারদের একটি বৈঠকে জুমে যোগ দিয়েছিলেন তিনি। জুম অ্যাপে লগ-ইন করে বৈঠকে যুক্ত হয়ে যান সাবেক এই মেয়র। তবে খুব দ্রুত নিজের ভুল বুঝতে পারেন তিনি।

এদিকে সাবেক মেয়রের নিজের ভুল উপলব্ধি করার আগেই বৈঠকে উপস্থিত সবাই দেখে ফেলেন। সাবেক মেয়র পরক্ষণেই নিজের মুখের কাছে জুম অ্যাপ ঘুরিয়ে নেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই অনলাইন বৈঠক সঞ্চালনা করছিলেন পাবলো মেল্লো। ঘটনার আকস্মিকতায় তিনিও অবাক হয়ে যান। এরপর সাবেক মেয়রকে তার ক্যামেরা বন্ধ করতে বলেন।

এদিকে রিও ডি জেনেরিওর মারিন্তে দা রাচিনহাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিতে অনলাইন বৈঠকটি আয়োজিত হয়। অনভিপ্রেত এই ঘটনায় সাবেক মেয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ৭৮ বছর বয়সের সিজার মাইয়া অস্বস্তি অনুভব করছিলেন এবং ক্যামেরার মাধ্যমে এটা দেখা গেছে।

Link copied!