‘লোহার ফুসফুসে’ ৭০ বছর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৮:৪৩ পিএম

‘লোহার ফুসফুসে’ ৭০ বছর

‘লোহার ফুসফুসের’ ভেতরে থেকে বেচেঁ থাকা। তাও আবার একদিন দুই দিন নয়। দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে ৬০০ পাউন্ড লোহার ফুসফুসের ভেতর বেঁচে আছেন এক ব্যক্তি। অবিশ্বাস্য হলেও এমন এক ব্যক্তি আছেন যুক্তরাষ্ট্রে।

Paul Alexander, who was paralysed by polio in 1952, painting with his mouth inside an iron lung, circa 1960s

তিনি পল আলেকজান্ডার। পরিচিত ‘পোলিও পল’ নামে। তাঁর বয়স এখন ৭৭ বছর। মাত্র ৬ বছর বয়সে ১৯৫২ সালে তিনি পোলিওতে আক্রান্ত হন।

Polio Paul has been living in iron lung for 70 years: Here‍‍`s how it works -  India Today

এরই মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে পলের। গত মার্চ মাসে পলকে বিশ্বের দীর্ঘতম ‘আয়রন ফুসফুসের রোগী’ হিসেবে স্বীকৃতি দেয় গিনেস কর্তৃপক্ষ।

১৯৫২ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পোলিও প্রাদুর্ভাব দেখা দেয়। তখন দেশটিতে ৫৮ হাজারের বেশি মানুষ পোলিওতে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই ছিল শিশু। সে বছরই পল পোলিওতে আক্রান্ত হন।

The man in the iron lung | Polio | The Guardian

১৯৫৫ সালে পোলিওর টিকা আসে। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়।

পলের জন্ম ১৯৪৬ সালে। পোলিওতে আক্রান্ত হওয়ার কারণে শিশুকাল থেকেই তাঁকে অনেক বাধাবিপত্তির মুখোমুখি হতে হয়েছে।

পোলিওর কারণে পলের ঘাড় থেকে শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। এ কারণে তিনি নিজ থেকে শ্বাস নিতে পারছিলেন না।

Paul Alexander is given a shave while inside an iron lung in his home in Dallas, Texas.

শ্বাস নিতে সহায়তার জন্য পলকে ক্যাপসুল আকৃতির একটি যন্ত্রের (আয়রন লাং) ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ক্যাপসুলটি রোগীর মাথা ছাড়া পুরো শরীর ঢেকে রাখে। যন্ত্রটি কৃত্রিম ফুসফুস হিসেবে কাজ করে।

Paul Alexander in his iron lung at home in Dallas Texas September 12, 2019,

উন্নত প্রযুক্তি এলেও পল এই লোহার ফুসফুস ছাড়তে নারাজ। তাঁর ভাষ্য, তিনি এই যন্ত্রের সাথে অভ্যস্ত হয়ে গেছেন।

Link copied!