ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৮:১৭ পিএম
বিনা টিকিটে রেল ভ্রমণের ঘটনা বাংলাদেশে নতুন নয়। অনেকেই টিসিকে ফাঁকি দিয়ে দিনের পর দিন রেল ভ্রমণ করেছেন বিনা টিকিটে। রেলের রাজস্ব ফাঁকি দিয়েছেন বছরের পর বছর। এটি যে অন্যায় সেই বোধও অনেকের জাগ্রত হয়নি। আবার কিছু মানুষ আছেন, যাদের এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করার ইচ্ছা হওয়ায় দীর্ঘ সময় বিনা টিকিটে রেলভ্রমণের জন্য দিয়েছেন জরিমানা।
তেমনই একজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাসিন্দা মানিক ভূঁইয়া (৫৫)। বিভিন্ন সময়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করেছেন তিনি। অবশেষে রেলওয়ের ‘দেনা শোধ’ করলেন এই ইতালি প্রবাসী।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশনে টিকিট কাউন্টারে গিয়ে ভ্রাম্যমাণ টিকিট কালেক্টরের (টিসি) কাছে ১০ হাজার টাকা জমা দেন মানিক ভূঁইয়া।
স্বজনরা জানান, আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের আব্দুল হকের ছেলে মানিক ভূঁইয়া ১৯৯৭ সাল থেকে ইতালি প্রবাসী। প্রবাসে যাওয়ার আগে তিনি বড় বাজারে অ্যালুমিনিয়ামের তৈজসপত্রের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি হজ পালন করে দেশে ফেরেন।
টাকা দিতে যাওয়ার সময় তার সাথে গিয়েছিলেন একই গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা আল-আমিন। তিনি বলেন, মানিক ভূঁইয়া দেশে ব্যবসা করার সময় ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবসহ বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতেন। কখনও ট্রেনের টিকিট কেটেছিলেন, কখনও কাটতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি অনুশোচনায় ভুগছিলেন। এ জন্য এখন তিনি একসঙ্গে ১০ হাজার টাকা জমা দিয়েছেন। তার ধারণা, এভাবে স্বচ্ছ হতে পারবেন তিনি।