ভাত খেয়ে বিশ্বরেকর্ড বরিশালকন্যার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৪, ০৩:৩১ পিএম

ভাত খেয়ে বিশ্বরেকর্ড বরিশালকন্যার

সংগৃহীত ছবি

ভাত খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন বরিশালের এক কন্যা। বাঙালির জন্য একটু আশ্চর্যজনক লাগলেও চপস্টিক দিয়ে এক মিনিটে একটি একটি করে ২৭টি ভাত খেয়ে গিনেস রেকর্ড নিজের নাম নিশ্চিত করেছেন বরিশালের নুসরাত জাহান নিপা।

এই রেকর্ড গড়তে তিনি ছয় মাস ধরে চপস্টিক দিয়ে দ্রুত ভাত খাওয়ার অভ্যাস করেছেন।

৮ বছর আগে চপস্টিক দিয়ে এক মিনিটে একটি একটি করে ২৫টি ভাত খাওয়ার সর্বশেষ রেকর্ডটি গড়েছিলেন ইতালির এক ব্যক্তি। 

তবে এটি তার প্রথম গিনেস রেকর্ড গড়ার সফলতা নয়। এর আগে এক মিনিটে এক হাত দিয়ে  ৭১টি (এক টাকার কয়েন) কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে প্রথমবার গিনেস রেকর্ড গড়েছিলেন তিনি। এক ইতালীয় নাগরিকের ছয় বছর আগের রেকর্ড ভেঙে দেন তিনি।

নিপা জানান, ইতালির সিলভিও সাবার এক মিনিটে ঊনসত্তরটি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে বিশ্ব রেকর্ডটি দেখে অনুশীলন করতে থাকেন তিনি। তারপর ‘মোস্ট কয়েন স্ট্রাকড ইন টু এ টাওয়ার’ ক্যাটাগরিতে আবেদন করেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে প্রমাণ ও সংশ্লিষ্ট তথ্য চাইলে সেসব পাঠান তিনি। প্রমাণ যাচাই করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ একটি চিঠিতে ‘মোস্ট কয়েন স্ট্রাকড ইন টু এ টাওয়ার’ রেকর্ড গড়ার স্বীকৃতি দেয় তাকে।

নিপা আরও জানান, ২০২৩ সালের মার্চের দিকে এ রেকর্ড করলেও যাচাই বাছাই শেষে সম্প্রতি সার্টিফিকেট পেয়েছি। এর আগে ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিলাম। তখনও ইতালিকে পেছনে ফেলে বাংলাদেশ এবং এবারও ইতালির রেকর্ড ভাঙা হয়েছে। কয়েন দিয়ে বিশ্ব রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড করাটা বেশ কঠিন ছিল। অনেক প্র্যাকটিসও করতে হয়েছে। তবে এবারে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে। 

বাংলাদেশ থেকে নারী হিসেবে পর পর দুই বার বিশ্ব রেকর্ড গড়েছেন নিপা। প্রতিবছর একটি করে নতুন রেকর্ড গড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

নুসরাত জাহান নিপা বরিশাল নগরীর এআরএস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এরপর বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

বর্তমানে তিনি বরিশাল একটি ফ্রিল্যান্সিং কোম্পানির উদ্যোক্তা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। 

Link copied!