নভেম্বর ১৮, ২০২৩, ০৫:৫৯ এএম
স্কুবা ডাইভিং বা পানির নিচে ডুব দেওয়াটা ১৩ বছর বয়সী অ্যাভেরি এমার্সন ফিশারের শখ। সেই সঙ্গে জাদু দেখিয়ে মানুষকে চমকে দিতেও বেশ ভালো লাগে তার। এবার এই কিশোরী নিজের দুই শখ পূরণ করে নাম লেখালো গিনেস বুকে।
সম্প্রতি সমুদ্রের হিমশীতল পানির নিচে ৩ মিনিটে ৩৮টি জাদু দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলছে, করোনায় ঘরবন্দি অবস্থায় স্কুবা ডাইভিংয়ের স্বপ্ন পূরণের পথে হাঁটতে শুরু করে অ্যাভেরি। তখনই অনলাইনে এ-সংক্রান্ত সব পড়াশোনা ও পরীক্ষায় পাস করে সে। এরপর একে একে ১২টিরও বেশি সার্টিফিকেট ও ৩০টিরও বেশি ডাইভ করেছে অ্যাভেরি। পানির নিচে স্বাচ্ছন্দ্য বোধ করায় এক সময় সেখানেই জাদু অনুশীলন করতে শুরু করে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম পেইজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, স্কুবা স্যুট পরে সমুদ্রতলে মাত্র ৩ মিনিটে মোট ৩৮টি জাদু দেখিয়েছে অ্যাভেরি। এর আগের রেকর্ডটি ছিল মার্টিন রিজ নামে এক পেশাদার জাদুশিল্পীর দখলে, যিনি একই সময়ে ২০টি জাদু দেখিয়েছিলেন।
অ্যাভেরির বাড়িও যুক্তরাষ্ট্রে। এখন তার বয়স মাত্র ১৩ বছর। সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ কয়েকটি সনদও পেয়েছে সে।