অনলাইন তারকাকে ২১ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২১, ০৮:১৬ পিএম

অনলাইন তারকাকে ২১ কোটি ডলার জরিমানা

কর ফাঁকি দেওয়ার  অভিযোগে চীনের জনপ্রিয় অনলাইন তারকা হুয়াং ইকে ২১ কোটি ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ ১ হাজার ৭৮৫ কোটি টাকা।

স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) ‘কুইন অব লাইভস্ট্রিমিং’ খ্যাত ভিয়া নামে পরিচিত এই তারকাকে দেশটির আয়কর বিভাগ জরিমানা করে।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর হাংঝুর আয়কর বিভাগ এর আগে ২০২০ সালে তার বিরুদ্ধে ব্যক্তিগত আয়ের তথ্য গোপনসহ বেশ কয়েকটি অপরাধের অভিযোগ আনে।

তবে চীনের এই অনলাইন তারকা এরই মধ্যে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ক্ষমা চেয়ে পোস্ট করেছেন।পোস্টে  ৩৬ বছর বয়সী হুয়াং ই লেখেন, ‘কর আইন ভঙ্গ করায় দুঃখিত। আমি কর্তৃপক্ষের দেওয়া শাস্তি মেনে নিয়েছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে হুয়াং ই’র কয়েক মিলিয়ন মিলিয়ন অনুসারী রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তিনি  নুডলস থেকে শুরু করে রকেট উৎক্ষেপণ সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্যসহ  বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকেন।

Link copied!