কোটি টাকার শপিং প্রতিদিন; শখ স্বামীর টাকা খরচ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২৩, ০৩:২৩ এএম

কোটি টাকার শপিং প্রতিদিন; শখ স্বামীর টাকা খরচ

জীবনে একটু বিলাসিতা তো অনেকেই চান। কিন্তু বিলাসিতা সীমা ছাড়িয়ে গেলে তা স্বপ্নতেই থেকে যায়। অনেকের কাছে বিলাসিতা কোনো স্বপ্ন নয় বরং শখের বিষয়। তেমনই একজন হলেন দুবাইয়ের গৃহবধূ সৌদি। যার শখ স্বামীর টাকা খরচ করা। এজন্য প্রতিদিন কেবল ৭০ লক্ষ রুপির অর্থাৎ বাংলাদেশি কোটি টাকার কেনাকাটাই করেন তিনি। এছাড়া বিদেশ ভ্রমণ, দামি পোশাক, নতুন মডেলের গাড়ি কেনা তো আছেই!

গৃহবধূ সৌদি প্রিয় কাজ বেড়ানো এবং শপিং করা। সৌদির এসব বিলাসিতার শখে আপত্তি নেই তাঁর স্বামী জামালেরও। এমন জীবনযাপনই তাদের স্বাভাবিক জীবন। প্রায় প্রতিদিনই দুজনে বেরিয়ে পড়েন কেনাকাটা করতে। ৬০-৭০ লক্ষ রুপি খরচ করে শপিং মল থেকে মনমতো সবকিছু কিনে নিয়ে আসেন। বিদেশি ব্রান্ডের জিনিসপত্র ও নামী ডিজাইনারদের পোশাকই তাদের নিত্য পরিধেয়।

বছরের অধিকাংশ সময়ই দেশের বাইরে কাটে সৌদির। যখন নিজ বাসায় থাকেন তখন সময় কাটান রূপচর্চায়। লক্ষ টাকা মূল্যের ম্যানিকিউর করান তিনি। রান্নাবান্না দিকে কোনো আগ্রহ নেই তাই রেস্টুরেন্টের খাবারই ভরসা। অন্যদিকে পেশায় ব্যবসায়ী জামাল সৌদি আরবে ব্যবসা করেন।

সৌদি আর জামালের ঘুরতে যাওয়ার প্রিয় জায়গা মালদ্বীপ। চার বছরের দাম্পত্যজীবনে এতবার তাঁরা মালদ্বীপ গিয়েছেন যে সেখান সব রাস্তাঘাট হাতের তালুর মতো চেনা। এছাড়াও লন্ডনে ঘুরতে যান কয়েক মাস পরপরই। এখন জাপান ঘুরতে যাওয়া পরিকল্পনা করছেন তাঁরা।

এসব কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়তা রয়েছে সৌদির। ইনস্টাগ্রামে লাখো মানুষ অনুসরণ করেন তাঁকে। প্রায় প্রতিবারের ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেন তিনি। প্রতিবার বিদেশ ঘুরতে যাওয়ার আগে নতুন পোশাক-ব্যাগসহ সবকিছু কেনেন। যেগুলোর মূল্য একেকটি প্রায় ১৪-১৫ লক্ষ টাকা।

জীবনের কোনো সাধই অপূর্ণ রাখতে চান না এই দম্পতি। এজন্য পরিশ্রমও করছেন যথাসাধ্য। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে থাকেন সৌদি।

সৌদির জন্ম যুক্তরাজ্যের সাসেক্সে আর তাঁর স্বামী জামাল সৌদি আরবের সমৃদ্ধশালী পরিবারের সদস্য। মাত্র ৬ বছর বয়সে সাসেক্স থেকে দুবাইয়ে পাড়ি জমান সৌদি। পরে দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে জামালের সাথে পরিচয় হয় তাঁর।

Link copied!