চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে সোনার বাইবেল পাওয়ার ঘটনা ঘটেছে। এই বাইবেলের আনুমানিক মূল্য এক লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার বেশি। যুক্তরাজ্যের এক দম্পতি এই সোনার বাইবেল পেয়েছেন। আর এতেই মুহূর্তের মধ্যে তাদের ভাগ্য বদলে গেছে।
জানা যায়, যুক্তরাজ্যের ইয়র্কের বাসিন্দা বাফি বেইল ও তার স্বামী দু’জনেই শখে পুরনো জিনিস খুঁজে বেড়ান।অনেকে নিজের জমি থেকে পুরনো জিনিস খুঁজে দিতে তাদের ডেকেও পাঠান।বাফি পেশায় একজন নার্স। সম্প্রতি ইয়র্কের একটি চাষের জমিতে ধাতব দ্রব্য খোঁজার ডাক পেয়েছিলেন তারা। জমির মালিকের ইচ্ছেতেই খোঁজ শুরু করেন দু’জন।
এভাবে খুঁজতে খুঁজতে কিছু দূর যাওয়ার পর মেটাল ডিটেক্টরে খুব শক্তিশালী একটি ধাতব পদার্থের সংকেত পান। প্রায় পাঁচ ইঞ্চি মাটি ঘোড়ার পরই একটি ছোট সোনালি রঙের ধাতু উদ্ধার করেন। সেই ছোট সোনালি রঙের জিনিসটাই যে পরে মূল্যবান সোনার বাইবেল হবে-তা কখনও কল্পনাও করতে পারেননি তারা।
পরে মোবাইলে সেটির ছবি তুলে এবং ছবিটি বড় করে দেখেই নিশ্চিত হয় সোনালি বস্তুটি আসলে সোনার বাইবেল। এতে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাফি। বাইবেলটির দৈঘ্য দেড় সেন্টিমিটার, ওজন ৫ গ্রাম। ২৪ ক্যারেটের সেনা ব্যবহার করা হয়েছিল তাতে।
বাফি পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তাদের পাওয়া বাইবেলটি রাজা তৃতীয় রিচার্ডের আমলের (১৪১৫-১৪৮৫)।বিশেষজ্ঞের মতে, তৃতীয় রিচার্ড রাজত্বকালে সম্ভবত কোনো মহিলা আত্মীয়কে উপহার হিসেবে এই বাইবেল দিয়েছিলেন।
সূত্র: আনন্দবাজার