টয়লেট নষ্ট হওয়ায় ডায়াপার পরে থাকা ৪ মহাকাশচারী পৃথিবীতে ফিরবেন সোমবার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৭, ২০২১, ০৩:৫২ পিএম

টয়লেট নষ্ট হওয়ায় ডায়াপার পরে থাকা ৪ মহাকাশচারী পৃথিবীতে ফিরবেন সোমবার

টানা ছয় মাসেরও বেশী সময় মহাকাশে অবস্থানের পর সোমবার (০৮ নভেম্বর) পৃথিবীতে ফিরবেন মহাকাশ স্টেশনের টয়লেট নষ্ট হয়ে যাওয়ায় ডায়াপার পরে থাকা ৪ নভোচারী। সোমবার (০৮ নভেম্বর) ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন সেই ৪ নভোচারী বলে জানিয়েছে নাসা।

ভয়াবহ কঠিন বিপদে পড়েছিলেন চার মহাকাশচারী। মহাকাশ স্টেশনটিতে তারা পৃথিবীতে ফেরার অপেক্ষা করছিলেন। এরইমধ্যে ঘটে বিপত্তি। হঠাৎ বিগড়ে যায় স্টেশনটির টয়লেট। ফলে, টানা ২০ ঘন্টারও বেশি সময় টয়লেট ব্যবহার না করে ডায়াপার পরে কাটিয়েছেন।

শনিবার (০৬ নভেম্বর) মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক বিবৃতিতে জানিয়েছে, টয়লেট নষ্ট হয়ে যাওয়ায় পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে টানা ২০ ঘণ্টারও বেশি সময় ধরে ডায়াপার পরে আছেন চার মহাকাশচারী।

ক্রু-২ মিশনের ৪ সদস্যের মধ্যে একজন ফরাসি এবং একজন জাপানি রয়েছেন। তাদের পৃথিবীতে ফেরার আগে অন্য ক্রুরা তাদের স্থলাভিষিক্ত হবেন। আবহাওয়া অনুকূলে না থাকায় এই মিশনের উড্ডয়ন একাধিকবার পিছিয়ে দেয়া হয়।

নাসা শুক্রবার দিনের শেষ দিকে এক বিবৃতিতে বলেছে, ‘ক্রু-২ সদস্যরা ৮ নভেম্বর সোমবার সকাল ৭:১৪ ইস্টার্ন স্টান্ডার্ড টাইম (ইএসটি) মিনিটের আগে ফ্লোরিডা উপকূলে অবতরণ করতে পারছেনা।’

ফরাসি নভোচারী টমাস পেসকুয়েট এর আগে শুক্রবার মহাকাশ স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এটা এক তিক্ত-মধুর অনুভূতি। আমরা হয়তো আর কখনো মহাকাশ স্টেশনে ফিরবো না এবং এটি সত্যিই জাদুকরী জায়গা।’

নভোচারীদের নিয়ে আসার ক্রু ড্রাগন মহাকাশযান রবিবার গ্রীনিচ মান সময় ১৮০৫ টায় মহাকাশ স্টেশন ত্যাগ করে পৃথিবীর উদ্দেশে যাত্রা করবে। মহাকাশ স্টেশন ত্যাগ করার পর কক্ষপথের অবস্থান অনুযায়ী কয়েক ঘন্টার যাত্রায় এটি ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে।

Link copied!