দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বইছে তীব্র তাপপ্রবাহ। পানির অভাবে অনেকের বেহাল অবস্থা। বাড়ছে গরম। বাংলাদেশ ও ভারতের মানুষের জীবনও এই প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত। এই গরমের মধ্যে পানির অভাবে ভোগা জনগণের মধ্যে এক নেতা দিলেন কম্বল। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায়।
প্রচণ্ড গরমে পানির কষ্টে হাসফাঁস করতে থাকা লোকজনকে পানির ব্যবস্থা না করে দিয়ে কম্বল বিতরণ করেছেন পশ্চিমবঙ্গের এক তৃণমূল নেতা। এই অদ্ভুত কাজের কারণে বিরোধী দল ছাড়াও সাধারণ মানুষ করছেন সমালোচনা।
তীব্র তাপপ্রবাহে ইতিমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে ভারতের কয়েকটি রাজ্যে তীব্র তাপপ্রবাহের জন্য উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। প্রখর রোদের তাপে তীব্র পানিকষ্টে ভোগা দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন পশ্চিমবঙ্গের নদীয়ার করিমপুরের তৃণমূল নেতা বিমলেন্দু সিং রায়।
চতুর্দিক থেকে ধেয়ে আসা সমালোচনা ও কটাক্ষ উড়িয়ে দিয়ে ওই তৃণমূল নেতা বলছেন, ‘যাদের সমালোচনা করার অভ্যাস তারা সমালোচনাই করবেন। আসন্ন ঈদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুদ ছিল। তাই সাধারণ মানুষের কাজে লাগানোর সুবিধার্থেই এগুলো দিয়েছি।’
কিন্তু পোশাক বিতরণের মাঝে কম্বল বিতরণ করা হলো সেটাই অদ্ভুত বিষয়।