ভূমিকম্প: তুরস্ক-সিরিয়ার ক্ষতিগ্রস্তদের একাই দিলেন ৩১২ কোটি টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১১:৪৩ পিএম

ভূমিকম্প: তুরস্ক-সিরিয়ার ক্ষতিগ্রস্তদের একাই দিলেন ৩১২ কোটি টাকা

শক্তিশালি ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বেশ কয়েকটি প্রদেশ তছনছ হয়ে গেছে। দুই দেশে সবশেষ খবর অনুযায়ি ৩৩ হাজারের বেশি লোক নিহত হয়েছে। আর আহত হয়েছেন আরও ৮০ হাজার। হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

এসব হতাহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা। কেউ কেউ ব্যক্তিগতভাবেও অর্থ সহায়তা দিচ্ছেন। এদেরই মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি একাই ক্ষতিগ্রস্তদের দান করেছেন ৩ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১২ কোটি টাকা।  

পরিচয় গোপন রেখে যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে ৩ কোটি মার্কিন ডলার দান করেন অজ্ঞাত এক পাকিস্তানি।

স্থানীয় সময় শনিবার(১১ জানুয়ারি)পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।  টুইটারে তিনি বলেন, এক অজ্ঞাত পাকিস্তানির উদাহরণ দেখে খুব অনুপ্রাণিত হয়েছি। এ ধরনের পদক্ষেপ পরোপকারের এমন মহান কাজ, যা মানুষকে বিপর্যকর পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগায়।

গত বৃহস্পতিবার দুই দেশের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য তহবিল ও ত্রাণসামগ্রী সংগ্রহের তদারকির জন্য একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করেছেন শেহবাজ।

Link copied!