রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি বিক্রি হয়েছে পাঁচ কোটি টাকায় (পাঁচ লাখ পাউন্ডে)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছবিটি নিলামে তোলে নিলাম সংস্থা ক্রিস্টিজ।
ক্রিস্টিজের ওয়েবসাইটে নামহীন ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটিকে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। তবে ছবিটি কে কিনেছে, তা অবশ্য জানানো হয়নি। ক্রিস্টিজ এর আগে জানিয়েছিল, ছবিটি ৮৮ লক্ষ থেকে ১.৩ কোটি টাকায় বিক্রি হতে পারে।
১৯৩০ সালের আশেপাশের সময়ে ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি। পরে ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে নিজের আঁকা বেশ কয়েকটি ছবি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলির প্রদর্শনীও হয়। রবীন্দ্রনাথের কাছ থেকেই ছবিটি কিনেছিলেন জার্মান দম্পতি ফ্রিডরিখ ও এডিথ আন্দ্রে। তাদের উত্তরসূরিরা ছবিটি নিলাম সংস্থাকে দেন। ক্রিস্টিজের নিউ ইয়র্ক শাখার ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট’-বিভাগে সাম্প্রতিক নিলামে তোলা হয়েছিল ছবিটিকে।