শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূর চোখ নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২, ২০২১, ১০:৫০ পিএম

শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূর চোখ নষ্ট করার অভিযোগ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কথা মতো ইউপি সদস্য প্রার্থীকে ভোট না দেওয়ার কারণে শাশুড়ির বিরুদ্ধে ছেলের বৌয়ের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের তালগাছিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

আহত ছেলের বৌ হলেন- ওই  ইউনিয়নের তালগাছিয়া গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী আমেনা খাতুন। তবে লোকমুখে জানাজানি হলেও  এখনও এ ঘটনার কোনো অভিয়োগ পাওয়া যায়নি বলে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাসার দ্য রিপোর্টকে জানিয়েছে।

স্থানীয়  ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ আমেনা খাতুনের সৎ শাশুড়ি জনুপা বেগমসহ দু-তিনজন লোক মিলে সুরুজ মিয়া নামের এক মেম্বার প্রার্থীকে ভোট দিতে বলেন। কিন্তু আমেনা খাতুন তার কথা না শুনে আলী হোসেন নামে অন্য মেম্বার প্রার্থীকে ভোট দেন। এ বিষয়টি নিয়ে বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায়  আমেনার সাথে সৎ শাশুড়ির কথা কাটাকাটি হয়। এ সময় উত্তেজিত হয়ে সৎ শাশুড়ি জনুপা বেগম পাশে থাকা একটি টিনের খণ্ড দিয়ে আমেনা খাতুনের বাম চোখে আঘাত করে। এতে আমেনা খাতুনের চোখ বেয়ে রক্ত ঝড়তে থাকে। খবর পেয়ে আহত আমেনা খাতুনের স্বামী ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাজীপুর পপুলার ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আমেনা খাতুনের স্বামী শাহাবুদ্দিন গণমাধ্যমে  জানান, “আমার সৎ মা জনুপা বেগমসহ পরিবারের অধিকাংশ সদস্য সুরুজ মেম্বারের নির্বাচন করে। তাদের কথা মতো ভোট না দেওয়ায় আমার স্ত্রীকে হত্যার উদ্দেশে চোখে টিনের একটি খণ্ড দিয়ে আঘাত করে। এতে চোখের মণির মারাত্মক ক্ষতি হয়েছে। ভোটের কারণে আমার স্ত্রীর চোখ নষ্ট করে দেওয়া হয়েছে।”

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাসার বলেন, পছন্দনীয় প্রার্থীকে ভোট না দেওয়ায় ছেলের বৌকে টিন দিয়ে আঘাত করে চোখ নষ্ট করে দেওয়ার বিষয়টি লোকমুখে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়ন“। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Link copied!