মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি গায়ে আগুণ লাগিয়ে আত্মাহুতি দিয়েছেন। রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের কাছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের বরাত দিয়ে সিএনএন ও ফক্স নিউজসহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ওয়েন ব্রুস (৫০) নামে ওই ব্যক্তি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
Park Service helicopter lands on steps of Supreme Court after man tries to set himself on fire pic.twitter.com/jVEsgvEyas
— Chad Pergram (@ChadPergram) April 22, 2022
মৃত ওই ব্যক্তির বাড়ি কলোরাডো অঙ্গরাজ্যে। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি করে। তবে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে কী কারণে ওই ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন তা জানা যায়নি।
এ ঘটনার আগে, শহরের উত্তরপশ্চিম এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটে। এক বন্দুকধারী আবাসিক এলাকায় এলোপাতারি গুলি চালালে ৪ জন গুলিবিদ্ধ হন। পরে ওই বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র শুক্রবার বলেন, “ব্রুসের মৃত্যুর বিষয়টি এর সাথে জড়িত নয়। এটি জনগণের নিরাপত্তার বিষয়ও না।”
এদিকে, নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই মৃত ব্যক্তির নিজস্ব ফেসবুক থেকে জানা যায় তিনি বৌদ্ধ ধর্মের অনুসারি এবং জলবায়ু বিষয়ক কর্মী ছিলেন।
ফেসবুক থেকে আরও জানা যায়, গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেওয়া ব্যক্তি ২০২০ সালে একটি নোট লিখে যান যাতে আগুন দিয়ে তার আত্মাহুতি দেওয়া ও মৃত্যুর তারিখ ২২ এপ্রিল ২০২২ লেখা ছিল।