সৌদিতে নারীরাই চালিয়ে নিয়ে গেলো বিমানের ফ্লাইট

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২২, ২০২২, ০৩:৩৪ পিএম

সৌদিতে নারীরাই চালিয়ে নিয়ে গেলো বিমানের ফ্লাইট

পুরুষের কোন ধরণের সাহায্য ছাড়া শুধুমাত্র নারীরাই চালিয়ে নিয়ে গেলো একটি ফ্লাইট। ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে জেদ্দার ‍উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যায়। বিমান সংস্থা ফিলাডেল ফ্লাইটটি পরিচালিত করে। ৭ জনের মহিলা ক্রুর দলের মধ্যে অধিকাংশই সৌদি নারী। ফিলাডেলের মুখপাত্র ইসকানদারান বলেছেন, ফার্স্ট অফিসারও ছিলেন সৌদির। তবে এই দলের ক্যাপ্টেন ছিলেন সৌদির বাইরের একটি দেশের।

সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি নারী পরিচালিত এ ফ্লাইটটি পরিচালিত হওয়ায় বিষয় নিশ্চিত করেছে। ২০১৯ সালে এই ফ্লাইটটি পরিচালনার ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। ২০৩০ সাল নাগাদ সৌদি আরবের ৩৩০ মিলিয়ন বিমানযাত্রীর জন্য আনুমানিক ১শ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে সৌদির। এ লক্ষ্যে সৌদি আরবের রিয়াদে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশাল বিমানবন্দর তৈরি করছে দেশটি। বিশাল বাজেটের এ বিনিয়োগের কারণে অনেক সৌদি নারী এখন দেশটি এভিয়েশন সেক্টরের দিকে ঝুকছে বলে মনে করা হচ্ছে। 

Link copied!