সম্প্রতি চীনের বেইজিংয়ের ২২ বছরের এক যুবক ১০ মিনিটের মধ্যে দেড় লিটার ঠান্ডা পানীয় পানের ফলে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, প্রচন্ড গরমে হাঁসফাঁস করছিলেনওই যুবক। তৃষ্ণা মেটাতে ১০ মিনিটে দেড় লিটার ঠান্ডা পানীয় খেয়ে ফেলেছিলেন তিনি। এর জেরেই ওই যুবকের মৃত্যুর কথা জানিয়েছে চিকিৎসকেরা।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রচুর পরিমাণ ঠান্ডা পানীয় খাওয়ায় তার শরীরে বিপুল গ্যাস তৈরি হয়েছিল, যার জেরেই মৃত্যু হয়েছে ওই যুবকের।
ওই যুবকের নাম জানা যায়নি। তবে দেড় লিটার ঠান্ডা পানীয় খাওয়ার ঘণ্টা ছয়েক পর প্রবল পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। বেইজিংয়ের চাওয়াং হাসপাতালের চিকিৎসকদের ওই যুবক জানিয়েছিলেন, গরম থেকে রেহাই পেতে তিনি দেড় লিটার ঠান্ডা পানীয় খেয়েছেন। পেটের ভিতর ঠান্ডা পানীয় যাওয়ার পর যুবকের অন্ত্রে গ্যাস তৈরি হতে শুরু করে। যার জেরে ওই যুবকের যকৃতে অক্সিজেনের অভাব হয়েছিল বলে জানিয়েছেন বেইজিংয়ের হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের চিকিৎসকরা।
পেটে ব্যথার পাশাপাশি হ়ৃদ্স্পন্দন বেড়ে যায় এবং সেই সঙ্গে রক্তচাপ কমে গিয়েছিল ওই যুবকের। চিকিৎসকরা সিটি স্ক্যানও করেছিলেন। স্ক্যানের রিপোর্টেই গ্যাসের বিষয়টি ধরা পড়েছে। পাশাপাশি ওই যুবকের যকৃতে সমস্যা ছিল বলেও জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে আসার ১৮ ঘণ্টা পর ওই যুবকের মৃত্যু হয়েছে।
সূত্র: আনন্দবাজার।