৩২ বছর পর মা হলো জলনূপুর, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৫, ২০২২, ০৪:০৮ পিএম

৩২ বছর পর মা হলো জলনূপুর, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

প্রথমবারের মতো মা হয়েছে রংপুর চিড়িয়াখানার জলঘরের জলহস্তী। বাচ্চা দিয়ে জলহস্তী ‘জলনূপুর’ মেতেছে আনন্দ উচ্ছ্বাসে। চিড়িয়াখানা প্রতিষ্ঠার দীর্ঘ ৩২ বছর পর জলহস্তীর বাচ্চা প্রসবের ঘটনায় উচ্ছ্বসিত কর্তৃপক্ষ ও দর্শনার্থীরা।

বৃহস্পতিবার সকালের দিকে শাবকটির জন্ম হয়। মা জলনূপুর আট মাস গর্ভধারণের পর প্রসব করে। জলহস্তী শাবকটি বর্তমানে সুস্থ আছে। তবে এটি স্ত্রী নাকি পুরুষ তা এখনও জানা সম্ভব হয়নি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, রংপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠার পর থেকে একটি পুরুষ জলহস্তী ছিল। যার নাম ছিল ‘লিয়ন’। ২১ বছরের বেশি সময় পর লিয়নের সঙ্গী হিসেবে ঢাকা চিড়িয়াখানা থেকে জলহস্তী জলনূপুর (স্ত্রী) আর কালাপাহাড়কে (পুরুষ) এখানে আনা হয়। বয়স্ক লিয়ন গত বছরের ফেব্রুয়ারিতে মারা যায়। এরপর থেকে জলবন্দি খাঁচায় থাকে কালাপাহাড় আর জলনূপুর। দীর্ঘ ৩২ বছর পর রংপুর চিড়িয়াখায় বাচ্চা জন্মের সুখবর দিল জলনূপুর। এর ফলে রংপুরবাসীও প্রথমবারের মতো জলহস্তীর শাবক দেখতে পারছেন।

রংপুর চিড়িয়াখানার অফিসার এইচএম শাহাদাত জানান, আমরা যখন বুঝতে পারলাম জলহস্তী জলনূপুরের পেটে বাচ্চা এসেছে তখন থেকে বিশেষ পরিচর্যা শুরু করা হয়। দীর্ঘ আট মাসের প্রতীক্ষার পর বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বাচ্চা প্রসব করে। জলহস্তীর শাবকটির সুস্থ ও সবল আছে, ওজন ২৫-৩০ কেজি হবে।

এদিকে জলহস্তী সাবকটি দেখতে রংপুর চিড়িয়াখানায় দর্শীনার্থীরা ভিড় করছেন।

Link copied!